পৃথিবীর আকৃতি অনুধাবনে GPS কীভাবে সাহায্য করে

পৃথিবীর আকৃতি অনুধাবনে GPS কীভাবে সাহায্য করে
পৃথিবীর আকৃতি অনুধাবনে GPS কীভাবে সাহায্য করে
মহাকাশে প্রেরিত একাধিক কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ের কৌশলকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (Global Positioning System) বা GPS বলে।

নিম্নলিখিত উপায়ে GPS সাহায্য করে: 

  • এই GPS-এর সাহায্যে পৃথিবীর কোনো অংশের সঠিক অবস্থান যেমন জানা যায় তেমনই পৃথিবীর প্রকৃত আকৃতিও সঠিকভাবে জানা যায়। 
  • ভূ-পৃষ্ঠের দুই বা ততোধিক স্থানের উচ্চতার কয়েক সেমি উচ্চতার পার্থক্যও জানা যায়। 
  • কৃত্রিম উপগ্রহের পর্যবেক্ষণ বিন্দুর স্থানাঙ্ক পাওয়ার জন্য GPS-এর প্রয়োজন হয়। কোনো একটি ক্ষুদ্র অঞ্চলের প্রতিকৃতি তথা আকৃতিগত পরিবর্তন খুব সহজেই এর সাহায্যে নির্ণয় করা যায়। 
  • মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলি (জিওস্টেশনারি ও সানসিনক্রনাস) প্রদক্ষিণ করতে করতে সেন্সরের মাধ্যমে সিগন্যাল প্রেরণ করে থাকে এবং তা ভূপৃষ্ঠের সংগ্রাহকের মাধ্যমে (receiverসংগৃহীত হয়। এভাবেই কোনো স্থানের অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ হয়।

Leave a Comment