দূরপাল্লার ট্রেনের এক দুর্ঘটনা প্রতিবেদন রচনা |
সরাইঘাট এক্সপ্রেসের চারটি কামরা বেলাইন
নিজস্ব সংবাদদাতা, মুরারই, ২৫ জানুয়ারি: হাওড়ামুখী ২৩৪৬ ডাউন সরাইঘাট এক্সপ্রেসের একটি জেনারেল কামরা এবং একটি জেনারেল কামরা-কাম লাগেজভ্যান-সহ চারটি কামরা বেলাইন হল। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে পূর্ব রেলের সাহেবগঞ্জ-বর্ধমান লুপলাইনে ঝাড়খণ্ডের নগরনবি স্টেশনের কাছে। ঘটনাস্থল থেকে বীরভূম জেলার মুরারইয়ের রাজগ্রাম স্টেশনও দূরে নয়। যদিও দুর্ঘটনার সময়ে ট্রেনটি আস্তে চলায় কেউ হতাহত হয়নি। তবে দুর্ঘটনার জেরে মালদহ থেকে হাওড়াগামী ইনটারসিটি এক্সপ্রেস এবং শিয়ালদহগামী মুঘলসরাই এক্সপ্রেস প্রায় ঘণ্টা দেড়েক দেরিতে চলে। গুয়াহাটিগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে নলহাটি-আজিমগঞ্জ শাখা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। সাহেবগঞ্জগামী রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেনকে মুরারই থেকে রামপুরহাটে ফিরিয়ে আনা হয়। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্যাম কুমার-সহ পদস্থ রেলকর্তারা ঘটনাস্থলে যান। রেলপুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তের পরে সন্দেহ করা হচ্ছে লাইনে ত্রুটি দেখা দেওয়ায় ওই দুর্ঘটনাটি ঘটে। ইতিপূর্বে এই শাখাতেই শিয়ালদহমুখী ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেস ভয়ংকর দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছিল। দু-সপ্তাহও কাটেনি, তার মধ্যেই সরাইঘাট এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ও যাত্রীবোঝাই ট্রেনের কামরা বেলাইন হওয়ায় সাধারণ যাত্রীরা ক্রমশ আতঙ্কে ভুগতে শুরু করেছেন। তাঁরা এই বাড়তে থাকা রেলদুর্ঘটনার জন্য আধিকারিকদের কর্তব্যের গাফিলতিকেই কারণ হিসেবে চিহ্নিত করেছেন।