দক্ষিণ ভারতে কফি চাষ বেশি হয় কেন

দক্ষিণ ভারতে কফি চাষ বেশি হয় কেন

দক্ষিণ ভারতে কফি চাষ বেশি হয় কেন
দক্ষিণ ভারতে কফি চাষ বেশি হয় কেন
দক্ষিণ ভারতে কফি চাষ বেশি হয়।’ – কারণ ব্যাখ্যা করো।
উষ্ণ-আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের অন্যতম বাগিচা ফসল হল কফি। দক্ষিণ ভারতের কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের পার্বত্য অঞ্চলের জলবায়ু এইরূপ হওয়ায় কফি চাষ প্রাধান্য পেয়েছে। এ ছাড়া এখানে কফি চাষের অন্যান্য অনুকূল পরিবেশ থাকায় কফি চাষ অধিক হয়ে থাকে। যেমন-

উষ্ণতা

কর্কটক্রান্তি রেখার দক্ষিণে উন্নমণ্ডলে অবস্থিত দক্ষিণ ভারতের গড় উষ্ণতা (18°C-28°C) কফিচাষের পক্ষে আদর্শ।

বৃষ্টিপাত

মৌসুমি বায়ু ও সমুদ্রবায়ুর প্রভাবে দক্ষিণ ভারতের পার্বত্য অঞ্চলে গড়ে প্রায় 150-200 সেমি বৃষ্টি হয়ে থাকে, যা কফি চাষের পক্ষে খুব উপযোগী।

তুষারপাত

তুষারপাত কফি গাছের ক্ষতি করে। দক্ষিণ ভারতের পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটে না।

মাটি

দক্ষিণ ভারতের লোহিত মাটি লোহা, পটাশ, নাইট্রোজেন ও হিউমাস সমৃদ্ধ হওয়ায় কফি চাষের পক্ষে আদর্শ।

জমি

কফি গাছের গোড়ায় জল জমলে ক্ষতি হয়। তাই দক্ষিণ ভারতের পার্বত্য অঞ্চলের (নিলগিরি) ঢালু জমিতে কফি চাষ ভালো হয়।

Leave a Comment