তোমাদের এলাকায় অনুষ্ঠিত একটি ক্রিকেট প্রতিযোগিতা শেষ হল বগুলার ক্রিকেট প্রতিযোগিতা প্রতিবেদন রচনা

তোমাদের এলাকায় অনুষ্ঠিত একটি ক্রিকেট প্রতিযোগিতা শেষ হল বগুলার ক্রিকেট প্রতিযোগিতা প্রতিবেদন রচনা
তোমাদের এলাকায় অনুষ্ঠিত একটি ক্রিকেট প্রতিযোগিতা শেষ হল বগুলার ক্রিকেট প্রতিযোগিতা প্রতিবেদন রচনা
বিশেষ সংবাদদাতা, বগুলা, ১০ ডিসেম্বর: গতকাল এক বিরাট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বগুলার স্কুল মাঠে। বিগত কয়েক সপ্তাহ ধরে ২০ ওভারের যে ক্রিকেট প্রতিযোগিতা হয়ে চলছিল, গতকাল ছিল তার ফাইনাল ম্যাচ। রানাঘাট ভ্রাতৃসংঘ এবং বগুলা যুবকসংঘ একের পর এক ম্যাচ জিতে এই নকআউট টুর্নামেন্টের ফাইনালে ওঠে। ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় বাসিন্দাদের কৌতূহল ছিল তুঙ্গে। অঞ্চলের ক্রিকেট দলের জয়লাভের আশায় সকলেই উন্মুখ হয়ে ছিলেন। সেমি-ফাইনালে বগুলা যুবক সংঘের একপেশে জয় তাদের প্রত্যাশা আরও বাড়িয়ে দেয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই সকাল ১০টায় ম্যাচ শুরু হয়। কিন্তু তার প্রায় ২ ঘন্টা আগে থেকেই স্কুল মাঠ দর্শকে ভরে যায়। ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতেও বহু কচিকাঁচাদের মাঠে দেখা যায়।
ফাইনালে টসে জিতে রানাঘাট ভ্রাতৃসংঘ ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ১১৬ রান করে। অধিনায়ক সমর ঘোষ একাই করেন ৫১ রান। তারপর বগুলা যুবকসংঘ ১৮ ওভারে ১০৭ রান করে অলআউট হয়ে যায়। দলের কুশলী খেলোয়াড় গৌতম অধিকারী ৪৮ রান করে অপরাজিত থাকেন। ফলে ৯ রানে জিতে যায় রানাঘাট ভ্রাতৃসংঘ এবং তারা বিন্নু চ্যাটার্জী স্মৃতি কাপ জিতে নেয়। বগুলার দর্শকরা নিজেদের অঞ্চলের দলের পরাজয় দেখে দুঃখ পেলেও বিজয়ী দলকে অভিনন্দন জানাতে ভোলেনি। 

Leave a Comment