ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে নিপীড়ন করার বিরুদ্ধে গ্রামের একদল যুবকের প্রতিবাদ প্রতিবেদন রচনা |
ডাইনি সন্দেহে নির্যাতিতা বৃদ্ধা
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৬ জুন: গতকাল দুপুরে পুরুলিয়ার বহেরু গ্রামে এক বৃদ্ধাকে ডাইনি সন্দেহে নির্যাতনের তীব্র প্রতিবাদ জানায় গ্রামেরই একদল যুবক।
স্বামী ও একমাত্র সন্তান মারা যাওয়ার পর থেকে শান্তি সোরেন (৭০) নামে ওই মহিলা তাঁর বাড়িতে একাই থাকতেন বলে জানা গেছে। গতকাল সকালে গ্রামের পঞ্চায়েত প্রধান শ্যামলবাবুর ছোটো ছেলে হঠাৎই অজানা জ্বরে মারা যায়। এ কথা জানাজানি হওয়ার পর গ্রামের বেশ কিছু লোক উন্মত্তের মতো লাঠিসোঁটা নিয়ে ওই বৃদ্ধার বাড়িতে চড়াও হয় এবং তাঁকে প্রচণ্ড মারধোর করতে থাকে। সেই সময়ে গ্রামেরই একদল যুবক খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছোয় এবং বৃদ্ধাকে নির্যাতনের হাত থেকে রক্ষা করে। স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করে তারা। বৃদ্ধার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যুবকদের পুরস্কৃত করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় থানার আইসি মৃন্ময় নন্দী। এই যুবকদের অন্যতম জয়রাম মাহাতো বলেন যে, স্থানীয় শিক্ষিত মানুষের সাহায্যে গ্রামের লোকের মন থেকে কুসংস্কার দূর করতে উদ্যোগ নেওয়ার কথা ভাবছে তারা।