জলা বুজিয়ে, সবুজ ধ্বংস করে আবাসন নয়– প্রতিবেদন রচনা

জলা বুজিয়ে, সবুজ ধ্বংস করে আবাসন নয়-- প্রতিবেদন রচনা
জলা বুজিয়ে, সবুজ ধ্বংস করে আবাসন নয়– প্রতিবেদন রচনা

জলা বোজানোর বিরুদ্ধে জেহাদ

নিজস্ব সংবাদদাতা, নিউ ব্যারাকপুর, ৫ জুন: আবাসন আবশ্যক কিন্তু জলা বুজিয়ে বা সবুজ ধ্বংস করে নয়-৫ জুন এই সিদ্ধান্তই জানালেন নিউ ব্যারাকপুরের মানুষ। প্রতি বছরের মতো এ-বছরেও স্থানীয় ‘বিজ্ঞান চেতনা ফোরাম’ বিশ্ব-পরিবেশ দিবসের দিন পরিবেশ বিষয়ক এক আলোচনাচক্রের আয়োজন করেছিল। ওই দিন সন্ধ্যা ৫টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত স্থানীয় কৃষ্টি সাংস্কৃতিক হলে অনুষ্ঠিত হয়েছিল আলোচনাসভা। এবারের আলোচ্য বিষয় ছিল ‘জলা বুজিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়’।
জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহুরে জীবনে যে আবাসনের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে—এ কথা কেউ আর অস্বীকার করতে পারবেন না। কিন্তু পুকুর বোজানোর এবং নির্বিচারে বৃক্ষচ্ছেদন করার পরিণাম যে অত্যন্ত ভয়ংকর, সে-কথা বোঝার সময় সবার এসেছে। এর ফলে ক্রমে ক্রমে আমরা পরিবেশকে আমাদের বসবাসের অযোগ্য করে তুলছি। আলোচনাসভায় এসব ব্যাপারেই বিস্তৃত আলোচনা করেন পরিবেশবিজ্ঞানী শ্রীঅশোক মিত্র মহাশয়, ফোরামের সম্পাদক শ্রীশুভেন্দু চট্টোপাধ্যায় মহাশয়, সহ-সম্পাদক শ্রীসুরেশ কুণ্ডু মহাশয়। এক শ্রেণির অসাধু আবাসন ব্যবসায়ী এবং রাজনীতিবিদের যোগসাজশের অভিযোগ আনেন অনেকেই। জলাভূমি বুজিয়ে এবং সবুজ ধ্বংস করে বহুতল বাড়ি নির্মাণের বিরুদ্ধে সভায় সকলে ক্ষোভ দেখান। নিউ ব্যারাকপুর ও সংলগ্ন অঞ্চলকে পরিবেশদূষণ থেকে মুক্ত করার সংকল্প ঘোষিত হয় ‘বিজ্ঞান চেতনা ফোরাম’-এর তরুণ সম্পাদকের কণ্ঠে। শহরকে সবুজ ও দূষণমুক্ত করে তোলার প্রতিজ্ঞা করেন নিউ ব্যারাকপুরের কয়েকশো মানুষ।

Leave a Comment