কোনো গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হল-এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

কোনো গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হল-এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
কোনো গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হল-এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২২ ফেব্রুয়ারি: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হল পূর্বস্থলী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। বর্ধমান জেলার এই প্রত্যন্ত গ্রামের মানুষেরা এত দিন চিকিৎসার জন্য ছুটে যেত তিরিশ কিলোমিটার দূরবর্তী কালনা মহকুমা হাসপাতালে। নতুন স্বাস্থ্যকেন্দ্রটি চালু হওয়ার ফলে এলাকার মানুষকে আর দূরে যেতে হবে না। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, জেলা স্বাস্থ্য আধিকারিক, জেলাশাসক ও পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি অন্য মাত্রা পায়। স্বাস্থ্যমন্ত্রী ফিতে কেটে স্বাস্থ্যকেন্দ্রটির দ্বারোদ্‌ঘাটন করেন। তিনি বলেন, কুড়ি শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্যকেন্দ্রে যাবতীয় রোগের চিকিৎসার ব্যবস্থা থাকবে। দুজন ডাক্তার এবং তিন জন নার্স আপাতত নিযুক্ত হয়েছেন। পরে এর সম্প্রসারণ করা হবে। প্রাথমিক চিকিৎসা ছাড়াও কিছু বড়ো ধরনের চিকিৎসাও এখানে করা হবে। ছোটোখাটো অস্ত্রোপচারের ব্যবস্থাও থাকবে। থাকবে সাপে কাটা, কুকুরে কামড়ানো রোগীর চিকিৎসার ব্যবস্থা। উদ্বোধনী অনুষ্ঠানের দিন স্থানীয় স্কুলের শিক্ষকশিক্ষিকা ও ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। হাসপাতালটি প্রায় দশটি গ্রামের মানুষকে পরিসেবা দিতে পারবে বলে পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন। পরবর্তী পদক্ষেপে এখানে একটি ব্লাডব্যাংক স্থাপনেরও পরিকল্পনা আছে। নতুন স্বাস্থ্যকেন্দ্রটিকে ঘিরে এলাকার মানুষদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Leave a Comment