একটি বিদ্যালয়ে বিজ্ঞান কর্মশালার আয়োজন– প্রতিবেদন রচনা

একটি বিদ্যালয়ে বিজ্ঞান কর্মশালার আয়োজন-- প্রতিবেদন রচনা
একটি বিদ্যালয়ে বিজ্ঞান কর্মশালার আয়োজন– প্রতিবেদন রচনা

সামান্য উপকরণে আয়োজিত বিজ্ঞান কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া, ৭ সেপ্টেম্বর: ৫-৬ সেপ্টেম্বর বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছে রাধানগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল স্বল্প ও বিনামূল্যের সামগ্রী দিয়ে ‘হাতেকলম বিজ্ঞান’ শীর্ষক কর্মশালা। রাধানগর উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের সহযোগিতায় এবং রাধানগর শাখার ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির উদ্যোগে আয়োজিত হয় এই কর্মশালা। এখানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের প্রাক্তন অধিকর্তা ও দূরদর্শনের বিখ্যাত বিজ্ঞান অনুষ্ঠান ‘কোয়েস্ট’- এর প্রযোজক সমর বাগচি ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক বীরেন্দ্রনাথ দাস।
এই কর্মশালায় ৬টি জেলার শিক্ষক ও বিজ্ঞানকর্মী-সহ যোগ দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়, খড়গপুর আইআইটি এবং আরজিকর মেডিকেল কলেজের ছাত্ররাও।
অসাধারণ দক্ষতার সঙ্গে পরিত্যক্ত বোতল এবং হাতের সামনে পাওয়া নানা জিনিস ও অত্যন্ত কমদামের কিছু যন্ত্রপাতি দিয়ে সমরবাবু ও ড. দাস শেখালেন যে, হাতেকলমেই নানান পরীক্ষানিরীক্ষার মাধ্যমে পদার্থবিদ্যার নানা নিয়ম-নিউটনের গতিসূত্র, ঘর্ষণ, চুম্বকত্ব, চাপ, বল, আলোক, আর্কিমিডিসের সূত্র, বানৌলি নীতি, তরলের সমোচ্চশীলতা ধর্ম, মাধ্যাকর্ষণ-প্রভৃতি বিষয় কত সহজে এবং নির্ভুল পদ্ধতিতে শেখানো যায়। সবশেষে, বিষয়টিকে কীভাবে আরও ছড়িয়ে দেওয়া যায় ও প্রতিটি স্কুলের শিক্ষকদের অংশগ্রহণ করানো যায়-তা নিয়েও বিস্তৃত আলোচনা হয়।

Leave a Comment