উত্তর-পশ্চিম ভারতে গম উৎপাদন বেশি হয় কেন
উত্তর-পশ্চিম ভারতে গম উৎপাদন বেশি হয় কেন |
উপযুক্ত উষ্ণতা
উত্তর-পশ্চিম ভারতের গড় উন্নতা থাকে 15°C-20°C যা গম চাষের পক্ষে উপযুক্ত।
পর্যাপ্ত বৃষ্টিপাত
বৃষ্টিপাত হয় 50-100 সেমি যা গম চাষের ক্ষেত্রে সহায়ক।
জলসেচের প্রসার
ভাকরা-নাঙ্গাল প্রকল্প রূপায়ণের মাধ্যমে জলসেচের প্রসার ঘটেছে, যার ফলে উত্তর-পশ্চিম রাজ্যগুলিতে গম উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
গম বিপ্লব
সবুজ বিপ্লবের সবচেয়ে ইতিবাচক প্রভাব পড়ে গম উৎপাদন বৃদ্ধির মধ্য দিয়ে। 1960-এর তুলনায় 2010 সাল নাগাদ গম উৎপাদন প্রায় 6 গুণ বৃদ্ধি পেয়েছে, তাই অনেকে একে গম বিপ্লবও বলেন।
উপরিউক্ত কারণগুলির জন্য উত্তর-পশ্চিম ভারতে গমচাষ উন্নতিলাভ করেছে।
আরও পড়ুন – শৈশবের স্মৃতি রচনা