ইংরেজি মিডিয়াম স্কুল বনাম বাংলা মিডিয়াম স্কুল- এ বিষয়ে কাল্পনিক সংলাপ

ইংরেজি মিডিয়াম স্কুল বনাম বাংলা মিডিয়াম স্কুল- এ বিষয়ে কাল্পনিক সংলাপ
ইংরেজি মিডিয়াম স্কুল বনাম বাংলা মিডিয়াম স্কুল- এ বিষয়ে কাল্পনিক সংলাপ
ব্রততী: বাংলা ভাষা আর বাংলা মিডিয়াম স্কুল-এই দুটো বিষয়ই কি এখন বাতিলের তালিকাভুক্ত হয়ে যাচ্ছে?
সমরেশ : হঠাৎ এ কথা মনে হওয়ার কারণ কী?
ব্রততী: আজ স্কুলে বসে যখন অন্যান্য শিক্ষিকাদের সঙ্গে কথা বলছিলাম তখন সবাই দেখলাম তাদের সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভরতি করানোর কথা বলছেন। একজন তো এও বললেন, বাংলা মিডিয়াম স্কুলে পড়ে বা বাংলা বিষয়ে পড়াশোনা করিয়ে বর্তমানে শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ নাকি সম্ভব নয়!
সমরেশ: বর্তমান সময়কালে দাঁড়িয়ে এ কথা কি সত্যি নয় বলে তুমি মনে করো? বর্তমানে যে-কোনো কর্মক্ষেত্রে ভালো ইংরেজি জানা ছেলেমেয়েই খোঁজা হয়। সেক্ষেত্রে ইংরেজি ভাষায় বিস্তর দখল প্রয়োজন, যা বাংলা মিডিয়ামে বিশেষ করে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা করে কখনোই সম্ভব নয়।
ব্রততী: তাহলে আমরা কী করছি? আমরাও তো বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি, বাংলা ভাষাচর্চা করেছি। মাতৃভাষাকে হৃদয়ে ধারণ করেই আমাদের জীবন বিকশিত হয়েছে। আমরা কি আজ প্রতিষ্ঠিত নই? জীবনে উন্নতির জন্য কঠোর অধ্যবসায় ও মানসিক দৃঢ়তা প্রয়োজন।
সমরেশ: সে ঠিক। কিন্তু বাংলা মিডিয়ামে পড়ে যে বিষয়টা স্ব-চেষ্টায় জানতে তথা পড়তে হবে, ইংলিশ মিডিয়ামে পড়লে তা আলাদা করে শিখতেই হয় না। ইংরেজি ভাষাশিক্ষার সঙ্গে সঙ্গে উল্লিখিত ভাষাটি নির্দ্বিধায় নির্ভুলভাবে বলতে পারার ক্ষমতা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লে যেন সহজাতভাবে গড়ে ওঠে।
ব্রততী: সব মানলাম। কিন্তু তাই বলে বাংলা মিডিয়ামে পড়াকে নিরর্থক বলা কি খুব গ্রহণযোগ্য? যে ভাষা আমাদের আত্মার ভাষা, যা আমাদের রক্তের সঙ্গে জড়িত সেই ভাষায় পড়া বা বাংলা মাধ্যমে পড়ার অর্থ স্বহস্তে নিজের জীবনকে ধূলিসাৎ করা-এ কথাও অর্থহীন। এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা ইংরেজি মাধ্যমে পড়েও উন্নয়নের পথে এগিয়ে যাওয়া তো দূর অস্ত বিষয়, তারা সেই পথ চলার সূচনাও ঘটাতে পারে না।
সমরেশ: সে তো বটেই। ছাত্রছাত্রীর অধ্যবসায়, ব্যক্তিক গুণমান-এসব তো জীবনে উন্নতির জন্য সর্বাগ্রে প্রয়োজন। তাও এ কথা স্বীকার করতেই হয় ইংরেজি মাধ্যমের স্কুলগুলি আধুনিক শিক্ষাপদ্ধতিকে সর্বান্তঃকরণে গ্রহণ করে অনেক বেশি উন্নত। সে কারণেই ইংরেজি মাধ্যমের প্রতি পিতা-মাতার ভরসা অনেক বেশি। তবে বাংলা মাধ্যমও যে পূর্ণরূপে বর্জিত তা নয়, বাংলা মাধ্যম সকল শ্রেণির মানুষের সামর্থ্যের অনুকূল। আর এই সকল স্কুল থেকে অনেক অমূল্য রত্নই আবিষ্কৃত হয়। তাই সম্পূর্ণভাবে কোনো মিডিয়ামকে শ্রেষ্ঠত্বের শিরোপা প্রদান যথাযথ নয়।
ব্রততী: এ কথাই তো আমি বলছি। কোনো একটি দিককে শ্রেষ্ঠ হিসেবে বেছে না নিয়ে উভয়কেই সম গুরুত্ব প্রদানই শ্রেয়। এবার কালের তথা সময়ের প্রয়োজনে সেটি থাকার থাকবে, আর যা অবলুপ্ত হওয়ার হবে, কিংবা উভয়েই ভিন্ন খাতে আপন আপন প্রবাহকে অব্যাহত রাখতে পারবে।

Leave a Comment