”আয়নোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়।”– কারণ ব্যাখ্যা করো।

আয়নোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়।”-- কারণ ব্যাখ্যা করো।
আয়নোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়।”– কারণ ব্যাখ্যা করো।
উত্তর থার্মোস্ফিয়ারের নীচে অবস্থিত আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। তাই আমরা রেডিয়ো শুনতে পাই।

প্রতিফলনের কারণ :

1 চৌম্বক বিক্ষেপ : আয়নোস্ফিয়ারে তড়িদাহত অণুর অনবরত চৌম্বক বিক্ষেপ ঘটছে। ফলে বেতার তরঙ্গ এই স্তর ভেদ করতে পারে না এবং ভূপৃষ্ঠ থেকে প্রেরিত তরঙ্গ প্রতিতরঙ্গ রূপে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে।
ও তড়িদাহত অণুর সংজ্ঞা ধাক্কা : ভূপৃষ্ঠ থেকে যে বেতার তরা প্রেরিত হয় তা আয়নোস্ফিয়ারে তড়িদাহত অণুর সঙ্গে ধাক্কা খায়। তাই প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে।
: আয়নোস্ফিয়ারের নীচের অংশে (90-120 কিমি) বল্গুনরশ্মি দ্বারা আণবিক নাইট্রোজেন আয়নিত হয়ে সৃষ্ট
কেনেলি হেভিসাইড স্তরটি দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে বেতারতরঙ্গ প্রতিফলন করে। অপরদিকে উপরের অংশে (120–400/- কিমি) অতিবেগুনি রশ্মি দ্বারা পারমাণবিক অক্সিজেন আয়নিত হয়ে সৃষ্ট অ্যাপলটন স্তরটি সূর্যালোকের অনুপস্থিতিতে রাতের বেলা বেতারতরঙ্গ প্রতিলন করে।

Leave a Comment