লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে ‘মিনারেল ওয়াটার’-এর ব্যাবসা
নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ২১শে জুন : দেশের প্রতিটি রেল স্টেশন, ট্রেন, বাসস্টপ, পাড়ার দোকান থেকে শুরু করে সর্বত্র নিত্যনতুন নামের ছোটো-বড়ো ‘মিনারেল ওয়াটার’-এর বোতল প্রচণ্ড গরমে হট কেকের মতো বিক্রি হচ্ছে। কিন্তু এগুলির বেশির ভাগই তৈরি হচ্ছে দেশের খাদ্য নিয়ামক সংস্থা দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার (এফএসএসএআই) অনুমতি পত্র না নিয়েই। তাই দেশের প্রতিটি রাজ্যের সরকারকে এ বিষয়ে কড়া পদক্ষেপ করতে বলেছে এফএসএসএআই। পেপসিকো এবং বিসলেরি সমেত প্রায় ৭৫ শতাংশ মিনারেল ওয়াটার প্যাকেজিং কেন্দ্রই এফএস এসএআই-এর লাইসেন্স ছাড়াই চলছে বলে অভিযোগ। সংস্থাগুলি কেবলমাত্র বুরো অফ ইণ্ডিয়ান স্ট্যান্ডার্ড (বিআইএস)-এর স্বীকৃতি নিয়ে ব্যাবসা চালায়। অথচ এফএসএসএআই-এর সিইও পবন আগরওয়াল বলেন, এফএসএসএআই-এর নিয়ম অনুযায়ী বোতলজাত জলে বাধ্যতামুলক ভাবে বিআইএস-এর শংসাপত্র থাকা দরকার। তবে মিনারেল ওয়াটারের ব্যাবসা চালাতে গেলে এফএসএসএআই-এর স্বীকৃতিরও প্রয়োজন রয়েছে।