মস্তিষ্কে টিউমারের কারণও হতে পারে মোবাইল
লন্ডন, ৮ অক্টোবর : বহুল ব্যবহৃত ‘চলভাষ’ যন্ত্র সম্পর্কে একটা বহুল প্রচারিত রসিকতা রয়েছে; ‘মোবাইল ব্যবহার- কারীদের অধিকাংশই নাকি ফোন ধরা বা ফোন করার সময়ে একটু হাঁটাচলা না করে পারেন না।’ যদি প্রশ্ন করা হয় ‘এই হাঁটার শেষ কোথায়?’ উত্তর মিলবে বা নিদেনপক্ষে বধিরতায়’।
সুইডিশ বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় এই হুঁশিয়ারি পাওয়া যাচ্ছে। তাঁদের মতে, দিনে অন্তত এক ঘণ্টা করে যাঁরা মোবাইলে কথা বলেন, একটানা দশ বছর এই অভ্যাস চালিয়ে গেলে তাঁদের মস্তিষ্ক ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় দ্বিগুণ বেড়ে যাবে। সুইডেনের বিজ্ঞানীরা বলেন, হাতে মোবাইল ব্যবহার করার সময় সেটটি থেকে যে ক্ষতিকর বিকিরণ তৈরি হয়, তা কমানোর ব্যবস্থা করা হয়নি। ফলে মস্তিষ্কের গ্লায়াল কোশের প্রভূত ক্ষতি হচ্ছে এবং তা ক্রমেই ক্যানসারের দিকে গড়াচ্ছে। যা মারণ টিউমার হয়ে দেখা দিতে পারে। তাই মোবাইল ব্যবহারে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। আর শিশুদের মোবাইল থেকে দূরে রাখা। কারণ তাদের স্নায়ুতন্ত্র সুগঠিত নয়, তাদের করোটিও পাতলা। কাজেই ‘আলো জ্বলা ছোটো বাক্সটা তাদের হাতে এখনই তুলে না দেওয়াই ভালো।’