আকাশছোঁয়া বাজার দর
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২০ সেপ্টেম্বর : নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। আলু, সবজি, ডাল, তেল, মশলা কোনো কিছুরই দাম নিয়ন্ত্রিত হচ্ছে না। সরকার থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে না। শুধু মাঝে মধ্যে রাজ্যসরকার কেন্দ্রীয় সরকারের ওপর দোষারোপ করে কিছু মন্তব্য করে। এ বিষয়ে সরকারের বিরোধী পক্ষে যাঁরা জনপ্রতিনিধিত্ব করছেন তাঁদেরও কোনো প্রতিবাদ-আন্দোলন দেখা যাচ্ছে না। ফলে ছোটো-মাঝারি-বড়ো ব্যবসায়ী যারা, তারা জিনিসপত্রের দাম কমানোর দিকে সামান্যতম ভ্রূক্ষেপ করছে না। আসলে বাজারদর নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন সরকারের তীক্ষ্ণ দৃষ্টি। উৎপাদিত জিনিসপত্র কীভাবে বাজারে এসে সাধারণের কাছে পৌঁছায় তা সরকারই জানেন এবং বোঝেন। তাঁরা উদাসীন থাকায়, ভুগছে সাধারণ মানুষ। জনগণের সরকার, কিন্তু দেখা যাচ্ছে জনসাধারণই উপেক্ষিত, বঞ্চিত এবং অর্থকষ্টে জর্জরিত। শুধু বেঁচে থাকতে হবে, তাই পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করে টিকে থাকার প্রয়াস। যা কাম্য নয়। সরকারের কাছে আবেদন তাঁরা বিষয়টি নিয়ে ভাবুন।