জিন গবেষণায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী। এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

জিন গবেষণায় নোবেল  পেলেন তিন বিজ্ঞানী প্রতিবেদন রচনা

জিন গবেষণায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

স্টকহলম, ৯ অক্টোবর : ‘ডিজাইনার ইঁদুর’ তৈরি করে সাড়া ফেলে দেওয়া তিন বিজ্ঞানী চিকিৎসা ও শারীরবিজ্ঞানে নোবেল পেলেন। পুরস্কারের অর্থমূল্য এক কোটি ক্রাউন ভাগ করে নেবেন মারিও ক্যাপেচ্চি, মার্টিন ইভান্স এবং অলিভার স্মিথিজ।
ভ্রূণ থেকে বয়স বাড়ার সঙ্গে বিভিন্ন জিনের ভূমিকা কীভাবে বদলায়, কোন্ জিন কী কাজ করে, তা নিয়ে ইঁদুরের ওপর গবেষণা করেছেন এই ত্রয়ী। এই গবেষণা ভবিষ্যতে মানুষের বিভিন্ন জিন-ঘটিত রোগ নির্ণয় এবং নিরাময়ে সাহায্য করবে। মানুষের সঙ্গে ইঁদুরের শারীরিক গঠনে বেশ কিছু সাদৃশ্য আছে। ফলে এই গবেষণা আলঝাইমারের মতো রোগ মোকাবিলা করতে পারবে।
মূলত এই অবদানের জন্যই নোবেল পেলেন ওই তিনজন। ক্যাপেচ্চি ইতালীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, আমেরিকার উটা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান জেনেটিক্স এবং জুবায়োজির শিক্ষক। স্মিথিজ ব্রিটিশ বংশোদ্ভূত। তিনি ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ে প্যাথোলজির শিক্ষক। আর ইভান্স ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ বায়োসায়েন্সের ডিরেক্টর।

Leave a Comment