বাচ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও উত্তর |
বাচ্য কয় প্রকার ও কী কী?
বাচ্য চার প্রকার – কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য ও কর্মকর্তৃবাচ্য।
কর্তৃবাচ্য কাকে বলে?
যে বাচ্যে কর্তাই প্রধান, কর্তা অনুযায়ী ক্রিয়াপদ গঠিত হয়, তাকে কর্তৃবাচ্য বলে।
কর্মবাচ্য কাকে বলে?
যে বাচ্যে কর্ম কর্তৃপদে পরিণত হয় এবং কর্মানুযায়ী ক্রিয়া হয়, তাকে কর্মবাচ্য বলে।
ভাববাচ্য কাকে বলে?
যে বাচ্যে ক্রিয়ার ভাবই প্রধানরূপে প্রকাশ পায়, তাকে ভাববাচ্য বলে।
কর্তৃবাচ্যের উদাহরণ দাও।
রাম বল খেলছে। (সকর্মক)/ হরি পড়ছে। (অকর্মক)
কর্মবাচ্যের উদাহরণ দাও।
আমার বই পড়া হয়েছে। (চলিত বাংলা) / পুস্তকটি রামের দ্বারা পঠিত হইয়াছে। (সাধু গদ্য)
ভাববাচ্যে অকর্মক ক্রিয়ার উদাহরণ দাও।
তোমার থাকা হয় কোথায়?
ভাববাচ্যে সকর্মক ক্রিয়ার উদাহরণ দাও।
বাবার চিঠি লেখা হয়েছে।
কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও।
শাঁখ বাজে, অনুষ্ঠান শেষ হল।
‘রামবাবু কথা বলিলেন না’- কর্মবাচ্যে রূপান্তরিত করো।
রামবাবুর কথা বলা হইল না।
‘বাবা সারা ভারতবর্ষ ঘুরে বেড়িয়েছেন।’ — কর্মবাচ্যে রূপান্তরিত করো।
বাবার সারা ভারতবর্ষে ঘুরে বেড়ানো হয়েছে।
‘এখনো দেখিনি’ – ভাববাচ্যে পরিবর্তিত করো।
এখনো দেখা হয়ে ওঠেনি।
‘সম্পূর্ণ আলোচনা করা হইল’- কর্তৃবাচ্যে পরিবর্তিত করো।
সম্পূর্ণ আলোচনা করলাম।
‘এ কথা আমরা নিজের প্রতি তাকাইলে বুঝিতে পারি’, – ভাববাচ্যে পরিবর্তিত করো।
এ কথা আমরা নিজের প্রতি তাকাইলে বুঝা যায়।
‘কাজটা তো পাওয়া গেল’- কর্তৃবাচ্যে পরিবর্তিত করো।
কাজটা তো পেলাম।
‘আমি বিদ্যালয়ে এসেছি’- ভাববাচ্যে পরিবর্তিত করো।
আমার বিদ্যালয়ে আসা হয়েছে।
‘শুরু থেকে দেখা যাক’- কর্তৃবাচ্যে পরিবর্তিত করো।
শুরু থেকে দেখি।
হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না। -কর্তৃবাচ্যে পরিণত করো।
হিংসা মহৎ কার্য সাধন করতে পারে না।
ভাববাচ্যে কর্তা লুপ্ত অবস্থায় আছে (লুপ্ত কর্তা ভাববাচ্য) এ রকম একটি বাক্য লেখো।
থাকা হয় কোথায়?