ভারতের আকাশপথ পরিবহণের গুরুত্ব
ভারতের আকাশপথ পরিবহণের গুরুত্ব আলোচনা করো। |
সর্বাধুনিক পরিবহণ ব্যবস্থা হল আকাশপথ বা বিমান পরিবহণ। পরিবহণ ও যাতায়াত ব্যবস্থায় আকাশপথের গুরুত্ব অপরিসীম।
দ্রুতগতি
দেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে বা বিদেশে অতি দ্রুত যাত্রী ও পণ্য পরিবহণে আকাশপথের গুরুত্ব সর্বাধিক।
দুর্গমতা জয়
ভারতের দুর্গম স্থানে যেমন হিমালয় পার্বত্য অঞ্চল, মরু অঞ্চল বা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের বিভিন্ন অংশে যেখানে কোনোভাবেই যাতায়াত করা যায় না, সেখানে হেলিকপ্টার বা ছোটো হালকা বিমানের সাহায্যে অতি দ্রুত পৌঁছানো যায়।
জরুরি পরিসেবা
বন্যা, খরা, ভূমিকম্প, যুদ্ধবিগ্রহ ইত্যাদি জরুরি অবস্থার সময় দ্রুত একস্থান থেকে অন্যস্থানে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে আকাশপথের ভূমিকা সবচেয়ে বেশি।
বাণিজ্যিক গুরুত্ব
হালকা মূল্যবান দ্রব্য, শৌখিন, ভঙ্গুর ও পচনশীল দ্রব্য, ওষুধ প্রভৃতির দ্রুত আমদানি বা রপ্তানি করার ক্ষেত্রে আকাশপথের গুরুত্ব সর্বাধিক।
প্রতিরক্ষা ক্ষেত্রে
জাতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে আকাশপথ পরিবহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার ব্যাপারে আকাশপথের অবদান অনস্বীকার্য।
অন্যান্য গুরুত্ব
এ ছাড়া আরামদায়ক ভ্রমণে, কর্মসংস্থানে, আন্তর্জাতিক মেলবন্ধনে ভারতের আকাশপথগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুন – শৈশবের স্মৃতি রচনা