চিত্তরঞ্জনে বৃহত্তম রেলইঞ্জিন কারখানা গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। |
ভারতের বৃহত্তম রেলইঞ্জিন কারখানা পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে গড়ে উঠেছে। এর প্রধান কারণগুলি হল–
ইস্পাতের সহজলভ্যতা :
রেলইঞ্জিন শিল্পের প্রধান কাঁচামাল ইস্পাত। দুর্গাপুর, কুলটি-বার্নপুর ও জামশেদপুরে লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র থেকে প্রয়োজনীয় ইস্পাত পাওয়ার সুবিধা এখানে রেলইঞ্জিন শিল্পের বিকাশে সাহায্য করেছে।
সুলভ কয়লা :
রেলইঞ্জিন কারখানায় ইস্পাত গলানোর জন্য প্রচুর কয়লার প্রয়োজন। রানিগঞ্জ, আসানসোল, ধানবাদ ও ঝরিয়া কয়লাখনি থেকে পর্যাপ্ত কয়লা পাওয়ার সুবিধা এখানে রেলইঞ্জিন শিল্প গড়ে উঠতে সাহায্য করেছে।
সুলভ যন্ত্রাংশ:
রেলইঞ্জিন তৈরির প্রয়োজনীয় যন্ত্রাংশ নিকটবর্তী হুগলি-হাওড়া শিল্পাঞ্চল ও দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চল থেকে সহজেই পাওয়া যায়।
বিদ্যুতের প্রাচুর্য:
দামোদর উপত্যকা পরিকল্পনার জলবিদ্যুৎ ও বক্রেশ্বর, দুর্গাপুর প্রভৃতি কেন্দ্রের তাপবিদ্যুৎ রেলইঞ্জিন শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটায়।
জলের সহজলভ্যতা :
দামোদর ও খরকাই নদী থেকে পর্যাপ্ত জল পাওয়ার সুবিধা রয়েছে। দক্ষ শ্রমিক: পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকে প্রশিক্ষিত ও কারিগরি জ্ঞানসম্পন্ন শ্রমিক সুলভে পাওয়া যায়।
বন্দরের নৈকট্য:
নিকটবর্তী কলকাতা ও হলদিয়া বন্দরের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি ও রেলইঞ্জিন রপ্তানির সুবিধা রয়েছে।