হলদিয়ায় পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো

হলদিয়ায় পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো।
হলদিয়ায় পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো।
পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি পূর্ব মেদিনীপুর জেলার হুগলি ও হলদি নদীর মিলনস্থলে হলদিয়ায় গড়ে উঠেছে। এর প্রধান কারণগুলি হল– 

কাঁচামালের সহজলভ্যতা:

হলদিয়া তৈলশোধনাগার থেকে কাঁচামাল পাওয়ার সুবিধা হলদিয়ায় পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার প্রধান কারণ। 

বন্দরের নৈকট্য: 

হলদিয়া বন্দরের মাধ্যমে হলদিয়া তৈল শোধনাগারের জন্য অপরিশোধিত খনিজ তেল আমদানি করা হয়। এ ছাড়া পেট্রোরসায়ন শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি এবং উৎপাদিত দ্রব্য বিদেশে রপ্তানির সুবিধা হলদিয়ায় এই শিল্পের বিকাশে সাহায্য করেছে। 

বিদ্যুৎ: 

কোলাঘাট, ব্যান্ডেল প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়ার সুবিধা রয়েছে। 

ব্যাপক চাহিদা: 

বিহারের বারাউনি ও অসমের বঙ্গাইগাঁও ছাড়া পূর্ব ভারতে আর তেমন কোনো পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র না থাকায় এখানে পেট্রোরসায়ন শিল্পজাত দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে। 

অন্যান্য সুবিধা : 

উপরিউক্ত কারণগুলি ছাড়াও (ⅰ) আধুনিক প্রযুক্তির প্রয়োগ, (ii) সুলভ দক্ষ শ্রমিক, (iii) অনুকূল সরকারি নীতি, (iv) সহজলভ্য জমি, (v) পর্যাপ্ত মূলধনের জোগান প্রভৃতি হলদিয়ায় পেট্রোরসায়ন শিল্পগুচ্ছ গড়ে তোলার অনুকূল পরিবেশ রচনা করেছে।

Leave a Comment