ভারতের জনসংখ্যার বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যাগুলি লেখো

ভারতের জনসংখ্যার বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যা

ভারতের জনসংখ্যার বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যাগুলি লেখো।
ভারতের জনসংখ্যার বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যাগুলি লেখো
ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ যে যে মূল সমস্যাগুলি সৃষ্টি করেছে তা হল-

বাসস্থানের সমস্যা

ভারতে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, শহরে জনসংখ্যার অত্যধিক চাপ তীব্র বাসস্থানের সমস্যা সৃষ্টি করছে।

মাথাপিছু আয় হ্রাস

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে মাথাপিছু আয় (Per-capita Income) আশানুরূপ বৃদ্ধি পাচ্ছে না। ফলে, দেশের উন্নতি ব্যাহত হচ্ছে। দারিদ্র্যতা বৃদ্ধি: জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মোট সম্পদের ব্যবহার আশানুরূপ না বাড়ায় দারিদ্র্যতা বাড়ছে।

বেকারত্ব বৃদ্ধি

ভারতে জনসংখ্যার অধিক বৃদ্ধির ফলে বেকার সমস্যা তীব্রতর আকার ধারণ করেছে।

অপরাধ প্রবণতা বৃদ্ধি

বেকারত্বের তাড়নায় সমাজে অপরাধ প্রবণতা বেড়ে চলেছে। শিক্ষা সমস্যা: জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাখাতে ব্যয় উপযুক্ত না হওয়ায় শিক্ষার সমস্যা বৃদ্ধি পাচ্ছে।

চিকিৎসা সমস্যা

জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে ভারতে চিকিৎসার সমস্যা এক ভয়াবহ আকার ধারণ করেছে।

সঞ্চয়ের পরিমাণ হ্রাস

জাতীয় আয়ের অধিকাংশই খাদ্য, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি অনুৎপাদক খাতে ব্যয় হওয়ায় প্রকৃত মূলধন সঞ্চয়ের পরিমাণ হ্রাস পাচ্ছে।

প্রাকৃতিক ভারসাম্য বিঘ্ন

উচ্চহারে জনসংখ্যা বৃদ্ধির কারণে ভারতে কৃষিজমি ও বনভূমির পরিমাণ হ্রাস পাচ্ছে, ভূমিক্ষয় বৃদ্ধি পাচ্ছে, নানারকম দূষণ বেড়ে চলেছে। ফলে, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

Leave a Comment