পৃথিবীর পরিক্রমণ গতির সপক্ষে প্রমাণ আলোচনা করো

পৃথিবীর পরিক্রমণ গতির সপক্ষে প্রমাণ আলোচনা করো
পৃথিবীর পরিক্রমণ গতির সপক্ষে প্রমাণ আলোচনা করো

পরিক্রমণ গতির সংজ্ঞা: 

পৃথিবী নিজ অক্ষ বা মেরুরেখার চারদিকে আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট সময়ে (365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ড) ও নির্দিষ্ট দিকে (পশ্চিম থেকে পূর্বে) সূর্যের চারদিকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর এই গতিকে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলে।
পৃথিবীর পরিক্রমণ গতি আমরা পৃথিবীপৃষ্ঠ থেকে অনুভব করতে পারি না। কিন্তু নির্দিষ্ট কিছু ঘটনাবলি পর্যবেক্ষণ ও সমীক্ষালব্ধ তথ্য থেকে বোঝা যায় পৃথিবীর পরিক্রমণ গতি আছে। নীচে সেগুলি আলোচনা করা হল–

• সৌরজগতের অন্যান্য গ্রহ পর্যবেক্ষণ : 

পৃথিবী থেকে শক্তিশালী দূরবীক্ষণ (টেলিস্কোপ) যন্ত্রের সাহায্যে সৌরজগতের অন্যান্য গ্রহ, যেমন – বুধ, শুক্র, মঙ্গল প্রভৃতি গ্রহ পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, প্রতিটি গ্রহই সূর্যের চারদিকে ঘুরছে। সুতরাং, সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীও সূর্যের চারদিকে পরিক্রমণ করছে এটাই স্বাভাবিক।

• নক্ষত্র পর্যবেক্ষণ: 

রাতের আকাশে নির্দিষ্ট সময়ে লক্ষ করলে দেখা যায়, সেগুলি প্রতিদিন একটু করে পূর্ব থেকে পশ্চিমে সরে উদিত হচ্ছে। কয়েকদিন পর দেখা যায় সেগুলি অদৃশ্য হয়ে { গেছে এবং সেই জায়গায় অন্য কয়েকটি নক্ষত্র দেখা যাচ্ছে। এইভাবে ঠিক একবছর পর প্রথম দেখা নক্ষত্রগুলিকে আবার ওই একই স্থানে দেখা যায়। নক্ষত্র যেহেতু স্থির, সেহেতু এর থেকে প্রমাণিত হয় পৃথিবী পশ্চিম থেকে পূর্বে সূর্যকে পরিক্রমণ করতে করতে ঠিক একবছর পর আগের স্থানে ফিরে আসে।

• সূর্যোদয় ও সূর্যাস্ত পর্যবেক্ষণ: 

পৃথিবী যদি এক জায়গায় দাঁড়িয়ে শুধুই আবর্তন করত তাহলে ঠিক পূর্ব দিকে সূর্যোদয় হত এবং ঠিক পশ্চিমে অস্ত যেত। কিন্তু বছরে দুদিন 21 মার্চ ও 23 সেপ্টেম্বর কেবল এমন ঘটে। বছরে বাকি দিনগুলিতে সূর্য একটু দক্ষিণে বা উত্তরে সরে পূর্বদিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়। পৃথিবী নিজ কক্ষতলের সঙ্গে 66½° কোণে হেলে সূর্যকে পরিক্রমণ করে বলেই সারা বছর এমন ঘটনা ঘটে।

• মহাকর্ষ সূত্র : 

স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে কোনো ক্ষুদ্র বস্তু বড়ো বস্তুর চারদিকে ঘোরে। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়ো এবং 3¼ লক্ষ গুণ ভারী। তাই পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণ করবে এটাই স্বাভাবিক। 

• দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধি ও ঋতুপরিবর্তন: 

পৃথিবী যদি একই জায়গায় দাঁড়িয়ে থেকে শুধুই অক্ষের চারদিকে আবর্তন করত তাহলে পৃথিবীতে সারাবছর কোথাও দিন-রাত্রির দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধি ঘটত না এবং ঋতুপরিবর্তন হত না। তাই পৃথিবীতে যে ঋতুপরিবর্তন হয় তা পৃথিবীর পরিক্রমণ গতির প্রমাণ দেয়।

• মহাকাশচারীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও উপগ্রহ চিত্র : 

মহাকাশচারীগণ মহাকাশ থেকে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। আবার পৃথিবী থেকে মহাকাশে পাঠানো অসংখ্য কৃত্রিম উপগ্রহ শক্তিশালী ক্যামেরার সাহায্যে পৃথিবীর যে ছবি তুলেছে তা থেকে দেখা যায় পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করছে।

Leave a Comment