পৃথিবীর কক্ষপথের বৈশিষ্ট্য লেখো

পৃথিবীর কক্ষপথের বৈশিষ্ট্য

পৃথিবীর কক্ষপথের বৈশিষ্ট্য লেখো
পৃথিবীর কক্ষপথের বৈশিষ্ট্য লেখো

কক্ষপথ (Orbit of the Earth)

পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যকে ক্রমাগত পরিক্রমণ করে, তাকে পৃথিবীর কক্ষপথ বলে।

কক্ষপথের বৈশিষ্ট্য

সৃষ্টি: পৃথিবীর সূর্যকেন্দ্রিক পরিক্রমণ গতির জন্য কক্ষপথটি সৃষ্টি হয়েছে;
আকৃতি: পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার হয়; দৈর্ঘ্য: এটি গড়ে প্রায় 96 কোটি কিমি দৈর্ঘ্যবিশিষ্ট;
কক্ষকেন্দ্রিক মেরুরেখা: পৃথিবীর কক্ষকেন্দ্রিক মেরুরেখাটি 66/½° কোণে হেলে অবস্থান করে;
কক্ষকেন্দ্রিক পৃথিবীর গতি: পৃথিবী তার কক্ষপথে প্রতি সেকেন্ডে 30 কিমি বেগে ঘড়ির কাঁটার বিপরীতে সূর্যকে পরিক্রমণ করে। কক্ষপথের নাভিতে (Focus) সূর্য অবস্থান করছে।

Leave a Comment